এলনিউজ২৪ডটকম: পার্বত্য বান্দরবানে বেড়াতে গিয়ে বাইক খাদে পড়ে মো. ফয়সাল (১৮) নামে লোহাগাড়ার এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান-থানচি সড়কের চিম্বুক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। ফয়সাল উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাঁশখালিয়া পাড়ার দিদারুল আলমের পুত্র।
এই ঘটনায় একই এলাকার আবুল কাশেমের পুত্র মো. ফাহিম (১৭) নামে এক কিশোর গুরতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ বন্ধু লোহাগাড়া থেকে পার্বত্য বান্দরবানে বেড়াতে যান। ঘটনাস্থলে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনার কিছুক্ষণ পর সেনাবাহিনী এবং স্থানীয়দের সহযোগিতায় গভীর খাদ থেকে ফয়সালকে নিহত ও ফাহিমকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে তাদেরকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ফয়সাল পাইপ ফিটিংসের কাজ করত আর ফাহিম আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদ্রাসার ৮শ শ্রেণীর ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত ফয়সালের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।