নিউজ ডেক্স : বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে লাইমীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, পর্যটকবাহী মাইক্রো দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শৈলপ্রপাত পর্যটন স্পটের কাছে পর্যটকবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোহাম্মদ বাদশা (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়। গাড়িতে থাকা আরও ১৬ জন পর্যটক আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতরা হলেন- নাঈম উদ্দিন, জাবেদ, নূরউদ্দিন, সালামত উল্লাহ, রুবেল হোসেন, জনি, মনজুর। হতাহতরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট রওশনগিরি এলাকার বাসিন্দা। -ঢাকাটাইমস