______ফিরোজা সামাদ______
নিরবধি হেঁটে যাবো নিশ্চিত
একুশে ফেব্রুয়ারির পানে,
শহীদের রক্তে পলাশ শিমুল
রঙিন হবেই ওই অরণ্যে !!
রফিক সফিক নাম না জানা
প্রতিবাদী দামাল ছেলের দল,
বুকের রক্তে ভিজালো রাজপথ
বয়েছিলো রাস্তায় রক্ত গঙ্গাজল !!
সেদিনও হাতে এঁকেছিলো বঁধু
মেহেঁদির অাল্পনায় রক্ত রঙে,
অালুভর্তা অার গরমভাত নিয়ে
বসেছিলো মা খাবে পুত্রের সঙ্গে !!
মিছিলে ছুড়লো ষ্টেনগানের গুলি
পাকিস্তানি উর্দভাষী সৈন্যদল ,
বর্ণমালাগুলো লুটিয়ে পড়েছিলো
শহীদদের অথৈ রক্তের তল !!
রক্তের অাখরে পেয়েছি অামরা
বর্ণমালা ও মায়ের মধুর ভাষা,
সেই রক্তের রেশ ধরেই একদিন
বুকে বুনেছিলো স্বাধীনতার অাশা !!
বাংলার বুকে নিত্য ভোর অাসে
অাকাশ রক্তাক্ত সূর্য সাথে নিয়ে,
বুকের স্পন্দনে বাজে মধুর সুর
লাল পলাশ শিমুলে রঙিন হয়ে !!
মনের মাধুরী মিশায়ে বলছি কথা
গাই মিলে সাম্য ও সম্প্রতির গান,
মা মাটি মানুষের প্রাণে বেজে ওঠে
ভাষার জন্য নিবেদিত শহীদের প্রাণ !!
তোমাদের তরে থাকবে নিরন্তর
ভবিষ্যৎ প্রজন্মের বিনম্র শ্রদ্ধা ,
কান্ডারী তোমরা হাতে ধরো হাল
যতো জ্ঞানী গুণীজন ও বোদ্ধা !!