Home | দেশ-বিদেশের সংবাদ | বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৪ বসতঘর

বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে ৪ বসতঘর

নিউজ ডেক্স : বাঁশখালী পৌর সদরের উত্তর জলদী এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সংঘটিত অগ্নিকাণ্ডে ৪টি বসতঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে গিয়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে।

সোলতান আহমদের পুত্র মো. কামাল ও মো. জামালের ২টি বসতঘর এবং মোস্তাফিজুর রহমান ও জসিম উদ্দীনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয় এ অগ্নিকাণ্ডে।

স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিভাতে আপ্রাণ চেষ্টা চালায়। -আজাদী

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও মুহূর্তের মধ্যে ৪টি বসতঘরের সমস্ত মালামাল পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীসহ স্থানীয় কাউন্সিলরগণ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!