_________মুহাম্মদ সোলাইমান_________
আসলো সুখের বার্তা নিয়ে ঋতুরাজ বসন্তকাল,
ফুলে ফুলে পরিপূর্ণ সুবাস ছড়াবে অনন্তকাল।
ফি-বর্ষে প্রতিক্ষায়, আসবে কবে ঋতুর রাজ,
নববর্ষ করতে পালন সাজবে কবে রঙ্গিন সাজ।
কোকিলের কুহু তানে, বসন্তের পাই ইঙ্গিত,
বসন্ত শেষে বৈশাখ এলো নববর্ষের সঙ্গিত।
বসন্তের আনন্দে জীবন সবার সুখে থাক,
দেশের শির উন্নত হোক, জঙ্গিবাদ নিপাত যাক।
শীত শেষে, ভালবেসে আসে খুশির বসন্ত,
ঋতুর রাজার বিদায়ে, বাংলা নববর্ষ জীবন্ত।
জীবনে এলো-গেল আমার কত সুখের বসন্ত,
রাজনীতির অনলে পুড়ে, মনটা যে আজ অশান্ত।
রাজনীতিতে আসে যেন নব জীবনের সুখ বসন্ত,
বাংলাদেশটা থাকুক সুখে হয়না যেন অশান্ত।
বৈশাখ এলো বাংলা জুড়ে নব রঙ্গিন সাজ নিয়ে,
ষড়ঋতুর শেষ ঋতু, বসন্ত রাজকে বিদায় দিয়ে।
এসো এসো, এসো হে বৈশাখ, করবো তোমাকে বরণ,
বাংলা নববর্ষ, হয়েছে জীবন্ত, করবো তোমাকে চির স্মরণ।
এলোরে বৈশাখ মোদের মাঝে, বাংলা সেজেছে রঙ্গিন সাজে,
নববর্ষ করছি পালন, বাংলা ব্যাবহার হোক সর্ব কাজে।।
