নিউজ ডেক্স : বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে কুড়িগ্রাম গেলেন চিত্রনায়ক অন্তত জলিল। বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান তিনি।
কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যা কবলিত কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেন এই চিত্রনায়ক। যিনি সম্প্রতি চলচ্চিত্র জগত থেকে কিছুটা দূরে সরে গিয়ে ধর্মকর্মে মনোযোগ দিয়েছেন।

চিলমারীর হেলিপ্যাডে অবতরণ করার পর অনন্ত জলিল সাংবাদিকদের বলেন, ‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে আমি এসেছি। এটা কোনও দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার।
সমাজের সামর্থবানদের উদ্দেশে জলিল বললেন, ‘আমি সমাজের সামর্থবানদের বলবো, যার যতটুকু সামর্থ আছে তারা ততটুকু নিয়েই বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন।’