Home | দেশ-বিদেশের সংবাদ | ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী কমান্ডার নিহত

‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী কমান্ডার নিহত

image-50376-1556688932

নিউজ ডেক্স : বগুড়ার শেরপুর উপজেলায় দুই দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার শফিউর রহমান জ্যোতি (৫৮) নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেড়টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি ব্রিজ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তল, ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, রাম-দা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

নিহত জ্যোতি পাশের ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের প্রতাপ খাদুলী গ্রামের মোজাফফর হোসেন মাস্টারের ছেলে বলে জানা গেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে উপজেলার বোয়ালকান্দি ব্রিজ এলাকায় দুই গ্রুপ সন্ত্রাসীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়ছে, চরমপন্থী দলের আঞ্চলিক কমান্ডার জ্যোতির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এর মধ্যে নাটোরের বামিহাল পুলিশ ফাঁড়ি লুটসহ ৬টি হত্যা মামলা অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!