Home | লোহাগাড়ার সংবাদ | বড়হাতিয়ায় এতিমদের মিলনমেলা ও ওয়াজ মাহফিল

বড়হাতিয়ায় এতিমদের মিলনমেলা ও ওয়াজ মাহফিল

14886297721

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ফরেস্ট বিট কার্যালয় প্রাঙ্গণে কমীরাঘোনা ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে ৪ মার্চ শনিবার এলাকার এতিমদেরকে নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মেলা উদ্বোধন করেন বড়হাতিয়া আখতারাবাদ বায়তুশ শরফ মসজিদের খতিব আলহাজ মাওলানা হাফেজ ক্বারী রহমত উল্লাহ। আলহাজ বাহাদুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার)।

শাহাদত হোসাইন সাগরের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, অ্যাডভোকেট আইয়ূব সিকদার, লোহাগাড়ার হিন্দু মহাজোটের সভাপতি হরি শংকর গুপ্ত, বিট কর্মকর্তা জুবাইরুল ইসলাম জুবায়ের, ইউপি সদস্য মো. রফিক উদ্দীন, কবির আহমদ লিডার, খোকন চন্দ্র দাশ প্রমুখ।

এতিমদের মিলনমেলার প্রথম পর্বের অনুষ্ঠানে এলাকার দু‘শতাধিক এতিম ছেলে-মেয়েদেরকে গোলাপফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ। তারপর এতিমদেরকে পরনের কাপড় ও খেজুর বিতরণ করেন তারা। দুপুরে এতিমদের জন্য খাবারের আয়োজন করা হয়। বক্তব্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বলেন, এতিমদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান দেশে বিরল ঘটনা। ভবিষ্যতেও এ ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন চালু রাখার আহ্বান জানান বক্তরা।

দ্বিতীয় পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল। এতে তকরির পেশ করেন মাওলানা মো. আবদুল মান্নান শামসি, আলহাজ মাওলানা ওমর ফারুক, মাওলানা আহমদ হোসাইন, হাফেজ মাওলানা মো. ফেরদৌস, মাওলানা মো. আইযুব আনছারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!