এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের আমিরাবাদ স্কুল রোডে আজ ৩ এপ্রিল (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টায় আগুনে ৭ দোকান ভষ্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানদাররা দাবী করছেন তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন ডাঃ খালেদ সাইফুর মালিকানাধীন খালেদ হোমিও হল, মোঃ তৌহিদের মালিকানাধীন বিছমিল্লাহ ফার্মেসী, কামাল উদ্দিন মালিকানাধীন হামিদ এন্টারপ্রাইজ, মোঃ আলমগীরের মালিকানাধীন আরফিন কুলিং কর্ণার, মোঃ নুরুন্নবীর মালিকানাধীন আমিরাবাদ মেট্রেস হাউজের ২টি গোউডান, আব্বাস উদ্দিনের মালিকানাধীন মোস্তাফিজ মেট্রেস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের শৌরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুনে নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার ষ্টেশন সূত্রে জানা যায়, অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ দোকানদারদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি।