এলনিউজ২৪ডটকম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ৩ ডিসেম্বর শনিবার সকালে লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ’র সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল করিম আনসারীর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী।
মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল করিম আনসারী। তিনি প্রধান মন্ত্রীর সুস্বাস্থ্য ও দোয়া কামনার পাশাপাশি দেশের স্থিতিশীলতা, ধারাবাহিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য দোয়া করেন।