Home | দেশ-বিদেশের সংবাদ | পেকুয়ায় বজ্রপাতে ৩ জন হতাহত

পেকুয়ায় বজ্রপাতে ৩ জন হতাহত

1494954354

নিউজ ডেক্স : পেকুয়ায় বজ্রপাতে মোঃ ফোরকান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি একই উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।

মঙ্গলবার (২২আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরকারী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে একই এলাকার মৃত কবির আহমেদের ছেলে বদিউল আলম ও মাহমুদ হোসেনের ছেলে মোঃ হোছেন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল সিকদার বলেন, বজ্রপাত আক্রান্ত হয়ে তিন ব্যক্তি হতাহত হয়েছেন। ধানখেতে চারা রোপন করতে গিয়ে এ ঘটনার শিকার হয় তারা। একই ঘটনায় স্থানীয় নুরুন্নবী নামের এক ব্যক্তির গৃহপালিত একটি ষাঁড় মারা গেছে। যার আনুমানিক মূল্য ৮০-৯০হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-সিবিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!