এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি খান দিঘী এলাকায় গতকাল বুধবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃতরা হল ফটিকছড়ির সুরেন্দ্র ত্রিপুরা। তার কাছ থেকে ১ হাজার ৯শ পিচ ইয়াবা ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ আটক করা হয়। অপরজন পেকুয়ার আমির হোসেন। চট্টগ্রাম অভিমুখী দূরপাল্লার বাস থামিয়ে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৬শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পৃথক অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।