ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বাংলাদেশি ২৯ হজযাত্রীর মৃত্যু সৌদিতে

বাংলাদেশি ২৯ হজযাত্রীর মৃত্যু সৌদিতে

full_1532361907_1440067542

নিউজ ডেক্স : পবিত্র হজ পালনের উদ্দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গত শুক্রবার পর্যন্ত ১ লাখ ৫২০৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে গত ৯ আগস্ট পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ১৪ জুলাই থেকে গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৩১০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫২টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৫৮টি ফ্লাইট।

জানা গেছে, গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চার নারীসহ ২১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৬ আগস্ট ৩জন, ৭ আগস্ট ১জন, ৮ আগস্ট ২জন এবং ৯ আগস্ট ২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা। বাংলাদেশ বিমানে ১৮৭টি ফ্লাইটের মাধ্যমে ৬৪ হাজার ৯৬৭ জন ও বাকি ৬১ হাজার ৮৩১ জন হজযাত্রী সৌদি এয়ারলাইন্সের ১৮৮টি ফ্লাইটের মাধ্যমে যাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!