এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের আদর্শ পাড়ায় আজ ৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টায় পুকুরের পানিতে ডুবে মামাত-ফুফাত বোনের (দু’শিশু) মৃত্যু হয়েছে। পুটিবিলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের নিশ্চিত করেছে।
নিহত শিশুরা হলেন ওই এলাকার মাওলানা মোহাম্মদ ইউনুছের কন্যা আজিফা (১৮ মাস) ও পুর্ব কলাউজান সেলিম উদ্দিনের কন্যা মারজুকা (১৮ মাস)।
জানা যায়, মোহাম্মদ ইউনুছ ও হাফিজা বেগম ভাই-বোন। হাফিজা বেগম তার কন্যাকে নিয়ে গত ২ এপ্রিল তার বাপের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনারদিন পরিবারের সবার অজান্তে মামাত-ফুফাত বোন খেলার চলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুজি শুরু করে। পরে তাদেরকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পান।
পরে তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামাত-ফুফাত বোন দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।