Home | ব্রেকিং নিউজ | পুলিশ দেখে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

পুলিশ দেখে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুলিশ দেখে গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অস্ত্র-গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের মহেশখালী থানার ধলঘাটা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের সাপমারা ডেইল এলাকার মৃত আছত আলীর পুত্র জিয়াবুল হক (২৫) ও চকরিয়া থানার বদরখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ছনুয়া পাড়ার ছমির উদ্দিনের পুত্র মোহাম্মদ সাকিব (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় পুলিশ দেখে গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি জিয়াবুল হকের দেহ তল্লাশী করে কোমড়ের পিছনে পরিহিত লুঙ্গির সাথে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এছাড়া আসামি সাকিবের দেহ তল্লাশী করে হাতে থাকা একটি শপিং ব্যাগে একটি লোহার সাবাল, একটি রড কাটার হেস্কু ব্লেডের মেশিন ও তিনটি লোহা কাটার হেস্কু ব্লেড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে এসব অস্ত্র-গুলি রাখার ব্যাপারে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে নাই। তবে অপরাধ কাজে ব্যবহারের জন্য এসব সরঞ্জাম তাদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া আসামি জিয়াবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চুরির ৫টি মামলা রয়েছে। মঙ্গলবার (২০ মে) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!