Home | দেশ-বিদেশের সংবাদ | পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন: ডিসি শাকিলা

পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন: ডিসি শাকিলা

নিউজ ডেক্স: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা বলেছেন, পুলিশ আপনাদের প্রতিফলন। সবকিছুই মানুষের ওপর নির্ভর করে। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই, ভালোবেসে কথা বলুন।  

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার শিকলবাহা ক্রসিং রিভারভিউ কমিউনিটি সেন্টারে চুরি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত খামারিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অপরাধ দমনে যেকোন আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে শাকিলা সোলতানা বলেন, সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে করতে পুলিশ ভালো হয়। আবার আপনাদের সঙ্গে কাজ করতে করতে পুলিশ বিরূপ মন্তব্যের শিকারও হয়। তাই মানুষ ভালো হলে পুলিশও ভালো হবে। সুতরাং অপরাধীদের ধরার সুবিধার্থে সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা যায়।

কর্ণফুলী উপজেলা ডেইরী অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ছালেহ জহুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৈয়বুল আলম আঙ্গুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিএমপি বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মুকুর চাকমা, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ খামারিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!