এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা এম.চর.হাট সন্নিহিত ডলু খালের ব্রীজের নিকট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জুলাই সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলম এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে ৪৯ হাজার জরিমানা ও ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
ইউএনও জানান, আইন উপেক্ষা করে ডলু খালের ব্রীজের আশপাশ থেকে একটি সিন্ডিকেট দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।