এলনিউজ২৪ডটকম : পুটিবিলা এমচরহাট বাজার সংলগ্ন হযরত ইমাম হাসান- হোসাইন (রাঃ) হেফজখানা, এতিমখানা, ফোরকানিয়া ও এবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সভা, ইছালে ছওয়াব মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র চেয়ারম্যান শাহাবুদ্দীন সিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতির সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আনিছুল মোস্তফা, শিশু কিশোর বিদ্যানিকেতনের পরিচালক মোঃ নূর হুছাইন, মাওলানা রফিক আহমদ, মোঃ নাছির উদ্দিন মেম্বার, জালাল আহমদ মেম্বার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা নুর হুছাইন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ ইকবাল হুছাইন, গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরিদ উদ্দিন, পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

সার্বিক পরিচালনা ছিলেন হাফেজ মোঃ ফারুক, মাওলানা শোয়াইব, জাফর আহমদ, আহমদ কবির সওদাগর ও জামাল উদ্দিন।