নিউজ ডেক্স : কুতুবদিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছ। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজির পাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মারা যাওয়া শিশু দুটির একটি মুন্সি মিয়াজিপাড়ার আবু মুছার মেয়ে নিশপা (৫) ও একই এলাকার ইউনুছ’র মেয়ে তানজিয়া (৫)। তারা সম্পর্কে বোন।
পরিবারের বরাত দিয়ে কুতুবদিয়া থানা পুলিশের ওসি দিদারুল ফেরদৌস জানান, বাড়ির সবার অজান্তে খেলতে গিয়ে দুইজনই পুকুরে তলিয়ে যায়। পরে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির শিশু দুটিকে দেখার পর মৃত ঘোষণা করেন।