এলনিউজ২৪ডটকম : ২০১৬ সালের প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা পশ্চিম তাঁতীপাড়ায় প্রতিষ্ঠিত আল-আমিন মুসলিম কিন্ডারগার্টেন এন্ড স্কুল শতভাগ পাশ করার সাফল্য অর্জন করেছে।
এ উপলক্ষে ৩১ ডিসেম্বর সকালে স্কুল প্রাঙ্গণে এক আনন্দ র্যালী বের করা হয়। র্যালীতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১৬ তে ১৯ জন শিক্ষার্থীর মাঝে ৭ জন ‘এ+’, ৯ জন ‘এ’, ২ জন ‘এ-’ ও ১ জন অন্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এম এম ইব্রাহীম জানান, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের সমন্বয়ে একজন শিক্ষার্থী মেধাবী হয়ে উঠে। এ সাফল্যের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকদেরকে আন্তরিক অভিনন্দন জানান।