এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া কিশোর আলো পরিষদের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে গরীব ও অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ২৬ মে বিকেলে অনুষ্ঠিত হয়।
নিজতালুক শাহ জব্বারিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা আহমেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন পদুয়ার জননেতা কাজী জসিম উদ্দিন। প্রধান মেহমান ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা জেদ্দা প্রবাসী মোসলেহ উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ব্যাংকার আহমদ কবির, আলী আহমদ, ছাত্রনেতা তৈয়ব ও জাকারিয়া।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।