_______মুহাম্মদ সোলাইমান_______
গুজব শুধু পটিয়া হবে জেলা,
আমরা চট্টগ্রামেই থাকব আজীবন সারাবেলা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বুদ্ধিমান,
তিনি বহাল রাখবেন চট্টগ্রাম জেলার মান।
পটিয়া কখনো হবেনা জেলা,
জানি এটা রাজনীতির খেলা।
আমরা লোহাগাড়াবাসী পটিয়াকে জেলা মানিনা,
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা, পটিয়াকে চিনিনা।
পটিয়াকে করবেন না জেলা ঘোষনা,
জন্মেই জেনেছি সাতকানিয়া-লোহাগাড়া সূচনা।
ফেইসবুকে অহেতুক ঝড় পটিয়া হবে জেলা,
প্রতিবাদের ঝড় উঠেছে মানিনা পটিয়া জেলা।
নাম পরিবর্তনে সব বদল করতে হয়,
দলাদলিতে বাঁধা পড়বে ডিজিটাল বাংলার জয়।।