
নিউজ ডেক্স : চট্টগ্রামের পটিয়া উপজেলায় দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের তেলবাহী একটি শাটল ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দোহাজারী থেকে চট্টগ্রাম ফেরার পথে পটিয়ার ধলঘাট এলাকায় ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশিস দাশ গুপ্ত। জাগো নিউজ

তিনি বলেন, ‘দুপুরে পটিয়ার ধলঘাট এলাকায় তেলবাহী একটি শাটল ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে৷ এটি উদ্ধারে একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner