______ফিরোজা সামাদ______
হরেক রকম পাখির উচ্ছাসিত মুখরিত গান,
শুনলে পরে জুড়িয়ে যায় অামার তনুমন !!
ভোর প্রভাতে স্বাধীনতায় খোলে ওদের দ্বার,
চক্ষু জুড়ায় মন হারায় নীলিম অাকাশ পাড় !!
ডাকছে দোয়েল মুহু মুহু গাইছে পাখি গান
কোকিল ডাকে কুহু সুরে জুড়ায় মনঃপ্রাণ !
ডাকে পাখি খোলে অাঁখি রাঙা অরুণ রবি
ভোর প্রভাতে তাকিয়ে দেখি অপরূপ এক ছবি !!
ময়ূর নাচে পেখম খুলে ডাকছে দোয়েল মুহু,
টুনটুনিরা কিচিরমিচির কোকিল ডাকে কুহু !!
হাজার পাখির কিচিরমিচির শালিকের কোলাহল ,
ঘাসফড়িঙ উড়ে ঘাসের ডগায় শিশির টলোমল !!
গাছের শাখা ও পল্লব সবাই শুনছে পেতে কান,
প্রকৃতির এই কলতানে মুখরিত হয় যে প্রাণ !!
ফুল ফুটে সুবাস ছড়ায় অাকুল হয় এই ধরণী,
মৌমাছি অার ভ্রমরা এসে গান গায় ঘুম পাড়ানি !!
ঝর্ণা বেয়ে যায় ছুটে ওই সাগরের মোহনায়,
নদীরা সব নারীর মতোই এঁকেবেঁকে বয়ে যায় !!
ভোর প্রভাতের নৈসর্গিক দৃশ্য কোথায় অাছে বলো?
দেখবে যদি এসো বন্ধু অামার গাঁয়ে চলো !
এতো সুন্দর রঙে বর্ণে কোথাও অাছে কি অন্য দেশ ?
কোথাও নেই রূপ রস গন্ধে অাছে অামার বাংলাদেশ !!