Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | নূরীয়া হযরত আয়েশা ছিদ্দীকা মহিলা মাদ্রাসার ১২তম বার্ষিক সভা

নূরীয়া হযরত আয়েশা ছিদ্দীকা মহিলা মাদ্রাসার ১২তম বার্ষিক সভা

লোহাগাড়ায় নূরীয়া হযরত আয়েশা ছিদ্দীকা (রা.) মহিলা মাদ্রাসার ১২তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

সকাল ৯টা থেকে সদর ইউনিয়নের পশ্চিম রশিদের পাড়াস্থ (আকবর আলী মুন্সি মহল্লা) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হবে।

এতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান প্রধান অতিথি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওয়ায়েজিন কেরাম হিসেবে উপস্থিত থাকবেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার প্রভাষক মাওলানা আব্দুস সোবহান, লোহাগাড়া কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী, কলাউজানের মাওলানা ইব্রাহিম আজাদ ও কিল্লা পুকুর পাড় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এহছানুল হক।

দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন দক্ষিণ সুখছড়ি খালিকিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অহিদ আহমদ।

মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিচালনা কমিটির পক্ষে মোহাম্মদ শহিদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!