নিউজ ডেক্স : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপেজলার সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একই পরিবারের ২জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মে) ভোর ৫টায় চট্টগ্রাম থেকে ঢাকামুখি মাইক্রোবাস মীরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা অতিক্রমকালে আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মেরে দুর্ঘটনা কবলিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারি উপ পরিদর্শক খন্দকার বাবুল ইসলাম।
তিনি মাইক্রোবাসে উপস্থিত হতাহত সবাইকে স্থানীয় মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. অমিত তাহমিনা (২৫) ও অজ্ঞাত তরুনী (২৫) কে মৃত ঘোষণা করেন। এছাড়া আরো গুরুতর আহত চালক শাহীন (৩২), ডলি (২৪) ও আরিফুল (২৮) কে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চমেক হাসপাতালে প্রেরণ করে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসাইন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেয়া হবে। আজাদী অনলাইন