
_____ফিরোজা সামাদ_____
নিরবতার অপর নাম মেনে নেওয়া,
বিবেককে দাসত্বে শৃঙ্খলাবদ্ধ করা,
বর্তমানের অন্ধকারে তলিয়ে যাওয়া,
এরা কখনো মানুষ হতে পারেনা !!

মুখ খুলো কথা বলো ,
বোধগুলোকে জাগিয়ে তোলো,
অাজকের কথা অাজ নয়,
এখনই বলো !!
ভবিষ্যত অনিশ্চিত শূন্যগর্ভ অন্ধকার,
বলার সময় হয়তো পাবেনা অার,
মানুষ হও হাত ধরো মানবতার
তবেই পাবে দেখা সহজ পথের !!
রক্তাভ দিনের সূচনা হোক,
নিরবতা ভেঙ্গে মুখরিত শ্লোগানে,
কেটে যাক মিথ্যের রঙে অাঁকা..
কালো অন্ধকার !!
Lohagaranews24 Your Trusted News Partner