Home | লোহাগাড়ার সংবাদ | নিম্নচাপের প্রভাবে লোহাগাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে লোহাগাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

205

এলনিউজ২৪ডটকম : মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ ৯ অক্টোবর মঙ্গলবার ভোর থেকে লোহাগাড়াসহ চট্টগ্রামের একাধিক এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী সাংবাদিকদের জানান, মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিমে অগ্রসহ হয়ে আরও শক্তিশালী হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫৮ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঝড়ো হাওয়া আকারে ৭২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটি বর্তমানে মংলা সমুদ্রবন্দর থেকে ৮৬৭ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।’

তিনি আরও জানান, ‘অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আসঙ্কা প্রবল। এর প্রভাবে আগামী দুই থেকে তিনদিন চট্টগ্রামে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’

এদিকে, নিম্নচাপের প্রভাবে আজ ভোর থেকে লোহাগাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী কর্মজীবী ও স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। কেউ কেউ ছাতা নিয়ে বাইরে বের হতে দেখা গেলেও টিপটিপ বৃষ্টিতে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালকা ঠাণ্ডার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দিনমজুর, রিকশাচালকসহ শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!