ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | নিবন্ধিত হজযাত্রীরা চাইলে টাকা ফেরত নিতে পারবেন : ধর্ম সচিব

নিবন্ধিত হজযাত্রীরা চাইলে টাকা ফেরত নিতে পারবেন : ধর্ম সচিব

নিউজ ডেক্স : চলতি বছর হজে যেতে ইচ্ছুক নিবন্ধিত হজযাত্রীরা চাইলে তাদের টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম সচিব মো. নূরুল ইসলাম।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ইতোমধ্যে সৌদিতে অবস্থান করছেন শুধু এমন মানুষরাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন বলে সৌদি আরবের ঘোষণার পর এ কথা জানান ধর্ম সচিব।

মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সচিব। তিনি বলেন, ‘টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই। টাকা উত্তোলনে কারও সমস্যা যাতে না হয় সে বিষয়টা বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ না যেতে চাইলে টাকা ফেরত পাবেন। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত আছে। হজে যেতে ইচ্ছুকদের ভয় নেই।’

তিনি বলেন, ‘কেউ টাকা রেখে দিলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছর হজে যেতে পারবেন।’ আগামী বছরের হজ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নিয়ে তা সবাইকে জানানো হবে বলেও জানান ধর্ম সচিব।

এ বছর বাংলাদেশ থেকে হজে যেতে ৬৪ হাজার ৫৯৪ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!