Home | দেশ-বিদেশের সংবাদ | নাসিরের মামলায় আদালতে পরীমনি

নাসিরের মামলায় আদালতে পরীমনি

ফাইল ছবি

নিউজ ডেক্স : চিত্রনায়িকা পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েদ উদ্দিনের আদালতে এ মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি হবে। শুনানির আগে সকাল ১০টার দিকে পরীমনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

চিত্রনায়িকা পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বলেন, আজ বুধবার সকাল ১০টায় পরীমনি ট্রাইবুনালে এসেছেন। এদিন অভিযোগপত্র গ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আসামিরাও আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। এ মামলায় শহিদুল আলম নামে এক আসামি পলাতক রয়েছেন। এর আগে সোমবার (৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!