এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি ভাগ্যের দোকান এলাকায় নানা প্রবাসী মনজুর আলমের বাড়ির পুকুরে ডুবে ২৫ মে দুপুর ৩টায় দু’বছরের শিশু মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত কন্যা শিশুর নাম আরবী। সে কক্সবাজার জেলার মহেশখালী খুতুবদুন ইউনিয়নের মনির আহমদ ও কমরুন্নারের কন্যা।
নিহতের মামা শাহজাহান বলেন, দুপুরে আরবী সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়িতে দেখতে না পেয়ে সবাই তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে আরবীর ভাসমান মৃত দেহ দেখতে পায়। পুকুর থেকে তুলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরবীর অকাল মৃত্যুতে তার নানার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আরবী সপ্তাহ খানেক আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছে। নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরে গেল আরবী। আরবীর লাশ মহেশখালীতে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে প্রকাশ।