ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | নকল টাকায় আসল বিপদ, ভাই-বোনসহ তিনজন পুলিশের জালে

নকল টাকায় আসল বিপদ, ভাই-বোনসহ তিনজন পুলিশের জালে

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জাল টাকার নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের নলবুনিয়া পাড়ার মৃত শওকত আলীর পুত্র মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বেগম (১৭) ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর কন্যা হালিমা আক্তার (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখি একটি গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নগরে নিয়ে যাচ্ছিলেন বলে আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বোরবার (৪ মে) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!