
এলনিউজ২৪ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, খাগড়াছড়িতে উপজাতি ধর্ষণ, নোয়াখালীর বস্ত্রহরণসহ দেশব্যাপী চলমান ধর্ষণ ও নিপিড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে ‘লোহাগাড়া-সাতকানিয়ার সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ’ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
এ সময় শিক্ষার্থীরা, ‘ধর্ষকের শাস্তি ফাঁসি চাই’, ‘ধর্ষকদের কোন দল নেই, ধর্ম নেই, ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘গর্জে উঠো আরেকবার থামবে ধর্ষণ এবার’ এরকম নানা শ্লোগানে মুখরিত করে তুলেন।

তারা দেশব্যাপী ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানান। সেই সাথে ধর্ষণের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে এক মাসের মধ্যে বিচার কাজ শেষ করতে দাবি জানান। এতে লোহাগাড়া-সাতকানিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।