এলনিউজ২৪ডটকম : মামলা তদন্তে রহস্য উদঘাটন, অস্ত্র, মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অনন্য পেশাদারিত্ব প্রদর্শনের জন্য দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেলেন লোহাগাড়া থানার এসআই শরীফুল ইসলাম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত জাতীয় পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এই ব্যাচ পরিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।
এসআই শরীফুল ইসলাম জানান, একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্র, মাদক উদ্ধার এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, সাহসিকতা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) আমাকে ভূষিত করা হয়েছে। ২০১৯ সালেও তিনি এই পদক পান বলে জানান। লোহাগাড়াবাসীর কাছে আমার এই অর্জন উৎসর্গ করলাম। এছাড়া আমার উর্ধতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।