ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নোবেল জয়ী ৩ নারী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে নোবেল জয়ী ৩ নারী

K H Manik Ukhiya Pic 25-02-2018 (2)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিন নারী। রোববার বেলা সাড়ে ৩টার দিকে তারা কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন বলে জানান উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী। পরে ক্যাম্পটির ইনচার্জ কার্যালয়ে মিয়ানমারে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তারা। এরা হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার। ইউএনও বলেন, ক্যাম্প পরিদর্শন শেষে নোবেল জয়ী নারীরা কুতুপালং মধুরছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানেও মিয়ানমারে নির্যাতনের শিকার কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের ডিডি ব্লকের মাঝি (ব্লক ভিত্তিক প্রতিনিধি) মোহাম্মদ নুর বলেন, ক্যাম্প পরিদর্শনের সময় তারা মিয়ানমারে ধর্ষণের শিকার পাঁচ রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছেন। পরে ক্যাম্পটির বিভিন্ন এলাকা পরিদর্শন করে তারা রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন বলে জানান নুর। এ সময় নারী সংস্থা ‘নারীপক্ষ’, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, স্বেচ্ছাসেবী সংস্থা ‘নারীপক্ষ’ এই তিন নারীর বাংলাদেশ সফরের ব্যবস্থা করেছে। আজ সোমবার তাদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!