নিউজ ডেক্স : রেলমন্ত্রী মুজিবুল হক কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর পাসে অবস্থিত রেললাইনের প্রধান স্টেশন পরিদশর্ন করেছেন। গতকাল সকালে তিনি এটি পরিদর্শন করেন। পরে কক্সবাজার পৌর আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। খবর বাংলানিউজ’র।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার,তাই এ অঞ্চলের উন্নয়নে রেল লাইন নির্মাণ করছে সরকার। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন এখন সময়ের ব্যাপার।
পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সংসদ সংসদ সাইমুম সরওয়ার কমল,সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর।