Home | দেশ-বিদেশের সংবাদ | দেশে নাশকতা প্রতিহত করতে গোয়েন্দাবাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে নাশকতা প্রতিহত করতে গোয়েন্দাবাহিনী প্রস্তুত : স্বরাষ্ট্রমন্ত্রী

140521613457_pic

নিউজ ডেক্স : দেশে নাশকতার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, নাশকতা প্রতিহত করতে আমাদের গোয়েন্দাবাহিনী প্রস্তুত আছে। যারা বাংলাদেশকে ভালোবাসে তারা কখনও নাশকতা করতে পারে না।

২৩ জুন আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, নাশকতা অনেক জঘন্য কাজ। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন হয়েছে। নাশকতা করে কেউ পার পাবে না। তারপরও সবাই তৈরি আছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!