ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | দেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবেন : কাদের

দেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবেন : কাদের

kader-lll-20180829155754

নিউজ ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বেশিরভাগ আসনে জয়লাভ করব। তাই আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। এই দেশের জনগণই আমাদের ক্ষমতায় বসাবেন।

শুক্রবার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর জায়লস্করে সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। বিএনপি-জামায়াত ভোটকেন্দ্র পাহারা দেয়ার নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

মন্ত্রী আরও বলেন, বিদেশি কোনো শক্তি আমাদের ক্ষমতায় বসাবে, এটা সত্য নয়। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে কিংবা তারা মাথা ঘামাবে বলে আমার জানা নেই। আমাদের ক্ষমতায় ভারত বসাবে না, বসাবে বাংলাদেশের জনগণ। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!