এলনিউজ২৪ডটকম : অন্ধ শিক্ষার্থীরাও এখন মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও পড়তে পারবে। বাংলাদেশে এই প্রথম ব্রেইল সংস্করণ পদ্ধতিতে অন্ধ শিক্ষার্থী ও অন্ধরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। লোহাগাড়া উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা আরমান বাবু রোমেল’র সার্বিক তত্ত্বাবধানে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ গ্রন্থটি প্রকাশিত হয়। সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী’র আর্থিক অনুদানে এই গ্রন্থটি রচিত হয়।
গত ২৯ মার্চ বুধবার উপজেলা পাবলিক হলে ব্রেইল সংস্করণ পদ্ধতিতে অন্ধ শিক্ষার্থীদের জন্য রচিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার) ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আরমান বাবু রোমেল প্রমুখ।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।