চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহীকে সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠুর পদ স্থগিত করা হয়েছে। গত শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভাপতির দায়িত্ব পাওয়া শফিকুল ইসলাম রাহী বলেন, কেন্দ্র আমার উপর আস্থা রেখেছেন। আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে দলকে শক্তিশালী করব। ২০২০ সালের অক্টোবর মাসে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। কিছুদিন আগে পটিয়া উপজেলা ও পৌরসভা কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। তবে সাইফুদ্দিন সালাম মিঠু পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করেন।
এ বিষয়ে স্থগিতাদেশ পত্রে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ১৩ নভেম্বর কেন্দ্রীয় দপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। এর প্রেক্ষিতে তিনি ২৩ নভেম্বর লিখিত জবাব দেন। যা পর্যালোচনা করে সভাপতির পদ থেকে সাময়িক স্থগিত করা হল। প্রেস বিজ্ঞপ্তি