ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ত্রিপুরায় বাংলাদেশী বংশোদ্ভূত মুখ্যমন্ত্রীর শপথ

ত্রিপুরায় বাংলাদেশী বংশোদ্ভূত মুখ্যমন্ত্রীর শপথ

58111_Tripura

নিউজ ডেক্স : ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি বাংলাদেশী বংশোদ্ভূত বিপ্লব দেব। শুক্রবার (০৯ মার্চ) দুপুরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহসহ দলটির নেতারা।

শপথ নেওয়ার আগে আজ সকালে বিপ্লব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন। ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ত্রিপুরায় প্রায় ২৫ বছরের বামদলের অবসান ঘটিয়ে এবার ক্ষমতা গ্রহণ করল বিজেপি জোট। দুই দশকের বেশি সময় পর এবারই প্রথম নিজেদের দল থেকে কোনো মুখ্যমন্ত্রী পেল ক্ষমতাসীন দল। ৬০টি আসনের মধ্যে ৩৫টি আসনই দখল করে নিয়েছে তারা। ৮টি আসন পাওয়া আঞ্চলিক দল ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে বিজেপি। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই-এম) পেয়েছে ১৬টি আসন।

বিপ্লব দেব চাঁদপুরের কচুয়ার বাসিন্দা ছিলেন। উপজেলার মেঘদাইর গ্রামের হিরুধন দেব ও মিনা রানী দেবের একমাত্র ছেলে বিপ্লব। ১৯৭১-এ তাঁর বাবা-মা ত্রিপুরা চলে যান। তাঁরা সেখানেই স্থায়ী বাসিন্দা হন। বিপ্লবের অনেক আত্মীয়স্বজন কচুয়ায় বসবাস করছেন। তার চাচা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!