Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | তরুণ সমাজসেবক হিসেবে সম্মননা স্মারক পেলেন এম এ ছিদ্দিক

তরুণ সমাজসেবক হিসেবে সম্মননা স্মারক পেলেন এম এ ছিদ্দিক

54424749_1163924107091060_3074495091222511616_n

শিক্ষা ক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য পশ্চিম কলাউজান বায়তুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে লোহাগাড়া ছাত্র সমিতি-চট্টগ্রাম ও লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের সভাপতি এবং সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর ম্যানেজিং ডিরেক্টর এম এ ছিদ্দিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গত ১ মার্চ তাঁকে এ সম্মাননা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বুলবুলে বায়তুশ শরফ আলহাজ্জ্ব কাজী শিহাব উদ্দিন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সমাজসেবা বিভাগের পরিচালক এম ইব্রাহিম কবির, মোঃ কায়সার প্রমুখ।

এম এ ছিদ্দিক বলেন, এই সম্মাননা লোহাগাড়া তারুণ ঐক্য ফোরাম ও লোহাগাড়া ছাত্র সমিতি-চট্টগ্রাম মাটি ও মানুষের জন্য সেবায় নিবেদিত থাকায় অর্জন করা সম্ভব হয়েছে৷ আগামীতেও এই চেষ্টা অব্যাহত রাখার জন্য সবার সার্বিক সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন৷ -খবর প্রেস বিজ্ঞপ্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!