এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী অসুস্থ। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি’র ভাগিনা মুছা কলিমুল্লাহ।
তিনি জানান, গত ২ মার্চ থেকে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র পেসার ও ডায়াবেটিস বেড়ে যায়। আজ রবিবার অবস্থার অবনতি হলে তাঁকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর অসুস্থতার খবর শুনে দলীয় নেতাকর্মীরা তাঁকে দেখতে হাসপাতালে ছুঁটে যান।
প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর পরিবার।