নিউজ ডেক্স : চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের জন্য ভোট চাইলেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রাম শাখার নেতাকর্মীরা। ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে নগরের কোটবিল্ডিং এলাকায় ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন তারা।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবী নেতারা বলেন, অনেক বাধা-বিপত্তির মধ্যেও বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠে আছে। নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে সরকার বিচলিত হয়েছে। বিএনপি প্রার্থী, সমর্থকদের ওপর হামলা ও বাড়িতে গিয়ে পুলিশি হয়রানি অব্যাহত আছে। কিন্তু এরপরও বিএনপি নির্বাচনে থাকবে। এসমসয় আইনজীবীরা সিইসিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক অ্যাড. দেলোয়ার হোসেন চৌধুরী, অ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাড. এ এস এম বদরুল আনোয়ার, অ্যাড. জহুরুল আলম, অ্যাড. এস ইউ এম নুরুল ইসলাম, অ্যাড. শামসুল আলম, অ্যাড. রকি আহম্মদ প্রমুখ।