নিউজ ডেক্স : গ্রেফতারের একমাস পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেনসহ দলটির ১৯ জন নেতাকর্মী।
বুধবার (৭ মার্চ) জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বিএম হাসান এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ ১৯ জন নেতাকর্মীদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। পরবর্তীতে তাদেরকে দুটি মামলা দিয়ে আদালতে করে প্রেরণ করলে আদালত আসামিদের জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।