লোহাগাড়ার উপর দিয়ে প্রবাহিত ডলু খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে প্রতিনিয়ত। এতে খালের দু’পাড়ের ভাঙ্গন তীব্রতর আকার ধারণ করেছে। খালের দু’পাড়ের লোকজন প্রতিনিয়ত আতংকের মধ্যে দিনাতিপাত করছে। বর্ষা মৌসুমের খালের স্রোত বেড়ে যায়। ফলে খালের ভাঙ্গনও তীব্রতর হয়। খাল পাড়ের লোকজন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও খালের ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন। ২৬ ফেব্র“য়ারী সকালে আলুরঘাট এলাকা থেকে ছবিটি তোলা। ছবি ও প্রতিবেদন মোহাম্মদ মারুফ
