নিউজ ডেক্স : ট্রাক থেকে বস্তা নামিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় ঢোকাচ্ছিলেন শ্রমিকরা। এসময় সেই পথ দিয়ে যাওয়া আক্তার হোসেনের (২২) মাথার ওপর পড়ে একটি বস্তা। এতে গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রোবাবার (১ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ডে এ ঘটনাটি ঘটে।
নিহত আক্তার হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকায়। তিনি সেখানকার মৃত ওসমান গণি পাটোয়ারির সন্তান। আক্তার নিজেও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের মেডিকেল ১ টিমের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সাড়ে চারটার দিকে আক্তারকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। -বাংলানিউজটোয়েন্টিফোর.কম