Home | দেশ-বিদেশের সংবাদ | টেকনাফে পাহাড়ে কাঠ কুড়াতে গিয়ে অপহৃত ৭

টেকনাফে পাহাড়ে কাঠ কুড়াতে গিয়ে অপহৃত ৭

নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে পাহাড়ে জ্বালানির কাঠ সংগ্রহ করতে যাওয়া দুই শিশুসহ নয়জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে দুই শিশুকে মুক্তি দিলেও ৭ জন এখনও অপহরণকারীদের জিম্মায় রয়েছেন।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে জিম্মি থাকা ও ছেড়ে দেওয়াদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক মশিউর বলেন, সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় স্থানীয় কয়েকজন লোক পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যান। এ সময় অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা দুই শিশুকে ছেড়ে দেয়।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে নয়জন ছিল। এদের মধ্যে দুই শিশুকে ছেড়ে দিলেও এখনো সাতজন অপহরণকারীদের জিম্মায় রয়েছেন। অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পরিদর্শক মশিউর আরও বলেন, ঘটনায় কারা জড়িত পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। অপহৃতদের উদ্ধারে অভিযানের পাশাপাশি জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!