
_______ফিরোজা সামাদ______
যাবো ঘাসফুলের মাঠ ছেড়ে
কুয়াশার নিভৃত নীড়ে,
সবুজ কচিঘাসেরা দিবে উঁকি
অামার অাঁধারী কবরে !!

একঝলক বাতাস দীর্ঘশ্বাস হয়ে
বয়ে যাবে পূর্ণিমায়,
সমাধিতে লেখা থাকে যদি নাম
পড়বেনা জানি অসময়ে !!
সময়ের ঘুনপোকা কেটে দিবে
অঙ্কিত অায়ুরেখার চিহ্ন ,
নিয়তির কাছে অসহায় অামি
নয়নজলে ভাঙ্গে স্বপ্ন !!
তবুওতো অামি বড় ভালোবাসি
জীবনের সাতটি রঙ বেরঙ,
কথার মালায় সাজাই তোমায়
হয়তো জীবনের শত ঢঙ !!
Lohagaranews24 Your Trusted News Partner