ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

জার্মানিতে বাংলাদেশি ব্লগারের রহস্যজনক মৃত্যু

88581_tomalika

নিউজ ডেক্স : জার্মানির রাজধানী বার্লিনে মঙ্গলবার রাতে এক বাংলাদেশি মুক্তমনা ব্লগারকে তার আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তার নাম তমালিকা সিংহ হলেও তিনি অর্পিতা রায় চৌধুরী নামে বিভিন্ন ব্লগে লেখালিখি করতেন।

২০১৭ সালের ডিসেম্বর মাসে জার্মানি পেন ক্লাবের নির্বাসিত লেখকদের জন্য দেয়া বৃত্তি কর্মসূচির আওতায় তিনি জার্মানিতে যান। পেন জার্মানিও ব্লগারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি পেন জার্মানির মুখপাত্র ফিলিক্স হিলে।

অর্পিতা রায় চৌধুরী অংশুমালী নামক একটি ব্লগে লিখতেন। সেখানে তার পরিচয় সম্পর্কে লিখা আছে তিনি- জার্মানি প্রবাসী নির্বাসিত লেখক, সেক্যুলার ব্লগার ও মানবাধিকার কর্মী।

লেখালেখির বাইরে তিনি মানবাধিকার, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার বিষয়ে আন্তর্জাতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। তিনি আন্তর্জাতিক লেখক সংগঠন জার্মান পেনে-এর ফেলো লেখক এবং অংশুমালীর ইউরোপ চ্যাপ্টারের (জার্মানি) যুগ্ম সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!